রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত তানভীর ফ্যাশন নামের একটি সুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার দুপুর ২টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, মিরপুরের দক্ষিণ বিসিক কো-অপারেটিভ মার্কেটের পেছনে তানভীর ফ্যাশন নামের একটি সুতার গোডাউনে দুপুর ১টা ৩৬ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। দুপুর ২টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।