রাজধানীর ইসলামপুরের রয়েল টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার দুপুর ২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর ২ টা ১০মিনিটে আগুন লাগার সংবাদ আসে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।