ফাইল ফটো
রাজধানীর রমনা মডেল থানার মগবাজার বৈশাখী হোটেলের পাশের ফুটপাত থেকে আব্দুল বারেক (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল হক বলেন, আমরা খবর পেয়ে মগবাজার বৈশাখী হোটেলের ফুটপাত থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, তার পকেটে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় জানা যায়। তার কাছে মোবাইল ও ৭০০ টাকা পাওয়া যায়। তার বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার সফর বাটা গ্রামে। সে ওই এলাকার শামসুল আলমের ছেলে।
প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।