সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
সরজমিন গাবতলীতে দেখা গেছে, সকাল থেকে মানিকগঞ্জ, পাটুরিয়া ফেরিঘাটে চলাচল করা বাসগুলোতে যাত্রীচাপ। গন্তব্যে পৌঁছাতে মানুষ হুমড়ি খেয়ে বাসে উঠছেন। গাবতলীতে সকাল থেকেই ছিল যাত্রী আর যানবাহনের তীব্র জট।
গাবতলী বাস টার্মিনালে কথা হয় ঈদযাত্রী মজুমদার মিরাজের সঙ্গে। তিনি পরিবার নিয়ে যাচ্ছেন গ্রামের বাড়ি দিনাজপুরে। তিনদিন আগে বাসের অগ্রিম টিকিট কাটা ছিল। আজ সকাল সকাল পরিবারের সদস্যদের নিয়ে গাবতলীতে আসেন। সকাল ১০টায় তাদের বাস ছাড়ার কথা। সেজন্য টার্মিনালে স্ত্রী-সন্তানদের নিয়ে অপেক্ষা করছিলেন তিনি।
তবে সরকারি-বেসরকারি অনেক অফিস-প্রতিষ্ঠান এখনো ছুটি না হওয়ায় চাকরিজীবীদের অনেকে বাড়ি যাবেন শুক্র বা শনিবার। যাদের এরইমধ্যে ছুটি মিলেছে তারা পরিবার নিয়ে নাড়ির টানে ছুটছেন বাড়ির পথে।
উত্তরবঙ্গে চলাচলরত শ্যামলী পরিবহনের বাস কাউন্টারের টিকিট বিক্রেতা হাবিব জানান, গত তিনদিন থেকে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি বেড়ে গেছে। অধিকাংশ মানুষ ঈদের দু-একদিন আগের টিকিট নিচ্ছেন। বৃহস্পতিবারের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। এ রুটে প্রতিদিন তাদের কোম্পানির ১০ থেকে ১২টি গাড়ি চলাচল করে।