ছবি:সংগৃহীত
রাজধানীর চকবাজারে একটি হোটেল থেকে আনসার ব্যাপারী নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় একজন বাবুর্চি।
আজ সকাল ৯টার দিকে চকবাজারের ইমামগঞ্জ সরদার টাওয়ার সংলগ্ন বিসমিল্লাহ হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনসার ব্যাপারীর বাড়ি ফরিদপুরের সদর উপজেলার নাগেরপাড়া গ্রামে।
চকবাজার মডেল থানার এসআই নুরুদ্দিন বলেন, নিহত আনসার ব্যাপারী ১০ বছর যাবৎ ইমামগঞ্জের বিসমিল্লাহ হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করছিলেন। সকালের দিকে খবর পেয়ে ইমামগঞ্জের বিসমিল্লাহ হোটেলের গোডাউন থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে।