ফাইল ফটো
রাজধানীর ভাটারার শাহজাদপুরে নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে পড়ে মো. রাকিব (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ বিকেল সাড়ে ৫টার দিকে খিলবাড়ির টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার চাচা মো. রফিকুল ইসলাম জানান, আমার ভাতিজা পেশায় একজন রডমিস্ত্রী। বিকেলে খিলবাড়িরটেক দাদা রিয়েল স্টেট লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনের সাত তলায় কাজ শেষে তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নামার সময় নিচে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমাদের গ্রামের বাড়ি রংপুর জেলার ডোমার থানায়। তার বাবার নাম মো. হাফিজুল ইসলাম। বর্তমানে সে মগবাজার নয়াটোলা এলাকায় ভাড়া বাসায় থাকতো। তারা দুই ভাই, দুই বোন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।