রাজধানীতে তৎপর খপ্পর পার্টি

রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে ছিনতাই-অজ্ঞান পার্টির তৎপরতা। প্রায় প্রতিদিনই তাদের খপ্পরে পড়ছে মানুষ। ছিনতাইকারীদের হাতে মৃত্যুর ঘটনাও ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে, ছিনতাই-অজ্ঞান পার্টির তৎপরতা রোধে নানা ব্যবস্থা নেয়া হচ্ছে। রমজান এবং ঈদকে সামনে রেখে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

সম্প্রতি রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় ছিনতাইকারীর কবলে পড়ে গরিবের ডাক্তারখ্যাত দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

সম্প্রতি ছিনতাইকারী এবং অজ্ঞান পার্টির খপ্পর থেকে রেহাই পায়নি খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

বিভিন্ন সময় তারা অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়ানোর পাশাপাশি ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এর আগে পুরান ঢাকায় রাজধানীর বংশাল থানার গেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এতে পেটে ছুরিকাঘাত করায় এক কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিস্তান এলাকা থেকে ইমন ও জুয়েল নামে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে করে বংশাল থানায় নিয়ে আসার পর এ ঘটনা ঘটে। পুলিশ ভ্যান থেকে ছিনতাইকারীদের নামানোর পর তাদের একজন সুইস গিয়ার ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

 

ডিএমপি সূত্র জানায়, এদিকে অন্যান্য সময়ের মতো এ বছরও পবিত্র রমজান মাসকে সামনে রেখে বেড়েছে ছিনতাই পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। তাই রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও অন্যান্য বাহিনী।  এর আগে ডিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে সমপ্রতি বিভিন্ন ধরনের অপরাধের মাত্রা বেড়েছে। এই অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি’র সকল ইউনিটকে একযোগে মাঠে নামতে হবে বলে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে বিট পুলিশিং,   পেট্রোলিং এবং টহল বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আটক করার নির্দেশ দেয়া হয়েছে।

 

রাজধানীর বিভিন্ন থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ, সাইবার পুলিশসহ সকলে একযোগে মাঠে নামবে। অপরাধীদের কোনোরকম ছাড় না দিয়ে অপরাধের মাত্রা কমিয়ে আনতে এই বিশেষ অভিযান পরিচালিত হবে। বিশেষ অভিযানের ফলে অপরাধের মাত্রা কমে আসবে। দীর্ঘ সময় ধরে বিশেষ অভিযান নিয়মিত না হওয়ায় ছিনতাই ও মলম পার্টি, অজ্ঞান পার্টি ইত্যাদি বাড়ার সঙ্গে বেড়েছে খুনের ঘটনা। চলতি সপ্তাহেই শুরু হতে পারে এই বিশেষ অভিযান। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি কৌশলী অবস্থানে থাকবে বলে জানায় সূত্র। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আকতার বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যদের সক্রিয়তা বেড়ে থাকে। রোজা ও ঈদকে সামনে রেখে এ ধরনের অপরাধীদের দৌরাত্ম্য রোধে রাজধানীতে বিশেষ অভিযান চালাবে ঢাকা মহানগর আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান বলেন, শুধু রমজান নয়, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর জেলা পুলিশ এবং মেট্রোপলিটনের বিভিন্ন ইউনিটকে ছিনতাই, খুন, ডাকাতিসহ এ সকল অপরাধগুলোর বিষয়ে সঠিক দিক-নির্দেশনা দেয়া হচ্ছে। এছাড়া রাত্রীকালীন টহল, বিট পুলিশিং এবং কমিউটিনি পুলিশিংয়ের মাধ্যমে এগুলোকে গুরুত্ব দিয়ে সদর দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তিনি বলেন, আসন্ন রমজান এবং ঈদকে কেন্দ্র করে ফাঁকা রাস্তা, এরপর যখন মানুষ মার্কেটমুখী এবং ঈদের সময়টাতে যেন কোনো ধরনের অপরাধ কার্যক্রম সংঘটিত না হয় সে বিষয়ে রাজধানীসহ বিভিন্ন জেলা শহরগুলোতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা  সূএ:।মানবজমিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির

» মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র‌্যাব

» ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

» জঙ্গিবাদের সন্দেহে বাংলাদেশি নাগরিকদের তদন্তে সহযোগিতা করবে মালয়েশিয়া ও বাংলাদেশ

» এবার মুদ্রার উল্টোপিঠ দেখলেন সাকিব

» মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৪জন গ্রেফতার

» ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

» সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

» ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা

» কখনো বিবর্তন

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীতে তৎপর খপ্পর পার্টি

রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে ছিনতাই-অজ্ঞান পার্টির তৎপরতা। প্রায় প্রতিদিনই তাদের খপ্পরে পড়ছে মানুষ। ছিনতাইকারীদের হাতে মৃত্যুর ঘটনাও ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে, ছিনতাই-অজ্ঞান পার্টির তৎপরতা রোধে নানা ব্যবস্থা নেয়া হচ্ছে। রমজান এবং ঈদকে সামনে রেখে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

সম্প্রতি রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় ছিনতাইকারীর কবলে পড়ে গরিবের ডাক্তারখ্যাত দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

সম্প্রতি ছিনতাইকারী এবং অজ্ঞান পার্টির খপ্পর থেকে রেহাই পায়নি খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

বিভিন্ন সময় তারা অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়ানোর পাশাপাশি ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এর আগে পুরান ঢাকায় রাজধানীর বংশাল থানার গেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এতে পেটে ছুরিকাঘাত করায় এক কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিস্তান এলাকা থেকে ইমন ও জুয়েল নামে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে করে বংশাল থানায় নিয়ে আসার পর এ ঘটনা ঘটে। পুলিশ ভ্যান থেকে ছিনতাইকারীদের নামানোর পর তাদের একজন সুইস গিয়ার ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

 

ডিএমপি সূত্র জানায়, এদিকে অন্যান্য সময়ের মতো এ বছরও পবিত্র রমজান মাসকে সামনে রেখে বেড়েছে ছিনতাই পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। তাই রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও অন্যান্য বাহিনী।  এর আগে ডিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে সমপ্রতি বিভিন্ন ধরনের অপরাধের মাত্রা বেড়েছে। এই অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি’র সকল ইউনিটকে একযোগে মাঠে নামতে হবে বলে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে বিট পুলিশিং,   পেট্রোলিং এবং টহল বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আটক করার নির্দেশ দেয়া হয়েছে।

 

রাজধানীর বিভিন্ন থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ, সাইবার পুলিশসহ সকলে একযোগে মাঠে নামবে। অপরাধীদের কোনোরকম ছাড় না দিয়ে অপরাধের মাত্রা কমিয়ে আনতে এই বিশেষ অভিযান পরিচালিত হবে। বিশেষ অভিযানের ফলে অপরাধের মাত্রা কমে আসবে। দীর্ঘ সময় ধরে বিশেষ অভিযান নিয়মিত না হওয়ায় ছিনতাই ও মলম পার্টি, অজ্ঞান পার্টি ইত্যাদি বাড়ার সঙ্গে বেড়েছে খুনের ঘটনা। চলতি সপ্তাহেই শুরু হতে পারে এই বিশেষ অভিযান। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি কৌশলী অবস্থানে থাকবে বলে জানায় সূত্র। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আকতার বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যদের সক্রিয়তা বেড়ে থাকে। রোজা ও ঈদকে সামনে রেখে এ ধরনের অপরাধীদের দৌরাত্ম্য রোধে রাজধানীতে বিশেষ অভিযান চালাবে ঢাকা মহানগর আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান বলেন, শুধু রমজান নয়, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর জেলা পুলিশ এবং মেট্রোপলিটনের বিভিন্ন ইউনিটকে ছিনতাই, খুন, ডাকাতিসহ এ সকল অপরাধগুলোর বিষয়ে সঠিক দিক-নির্দেশনা দেয়া হচ্ছে। এছাড়া রাত্রীকালীন টহল, বিট পুলিশিং এবং কমিউটিনি পুলিশিংয়ের মাধ্যমে এগুলোকে গুরুত্ব দিয়ে সদর দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তিনি বলেন, আসন্ন রমজান এবং ঈদকে কেন্দ্র করে ফাঁকা রাস্তা, এরপর যখন মানুষ মার্কেটমুখী এবং ঈদের সময়টাতে যেন কোনো ধরনের অপরাধ কার্যক্রম সংঘটিত না হয় সে বিষয়ে রাজধানীসহ বিভিন্ন জেলা শহরগুলোতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা  সূএ:।মানবজমিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com