নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় সমো মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় মো. সবুজ (২২) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন।
রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সবুজের ভাই শরীফ বলেন, আমার ভাই দুজন যাত্রী নিয়ে গাউছিয়া যাচ্ছিলেন। পথে কাঞ্চন ব্রিজ এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তার সিএনজিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ আমার ভাই গুরুতর আহত হন। পরে ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাপুর বাজার এলাকায় আমাদের বাড়ি। বাবার নাম মো. তোতা মিয়া।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।,