রাজধানীর মতিঝিল, শাপলা চত্বর ও শান্তি নগর মোড় এলাকায় শব্দদূষণ প্রতিরোধী ক্যাম্পেইনের আয়োজন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থীরা।
রোববার প্ল্যাকার্ড, লিফলেট ও হাতে আঁকা ছবির মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালনা করেন তারা।
ক্যাম্পেইনের সময় তারা ক্যানভাস, প্লাকার্ড হাতে নিয়ে রাজধানীর মতিঝিল ও শান্তিনগর মোড়ে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পালন করেন। এবং চলমান বাসের ভিতের যাত্রীদের সচেতন করতে তাদের সাথে কথা বলেন। তাদের এ কাজে কর্তব্যরত পুলিশরা সহায়ক ভূমিকা পালন করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক বিদ্যুৎ কুমার বালো এর কোর্সের একাডেমিক কাজের অংশ হিসেবে শিক্ষার্থীরা দশটি গ্রুপে ভাগ করে আলাদা আলাদাভাবে এমন কাজ করেন। এরই ধারাবাহিকতায় ১২ জন শিক্ষার্থীর গ্রুপ ‘টিম আলফা’ কাজটি সম্পন্ন করে।
উল্লেখ্য, বাংলাদেশে শব্দদূষণের মাত্রা অনেক এবং এর ফলে বছরে হাজার হাজার মানুষ অসুস্থ হয়। তবু সরাসরি প্রভাব না থাকার কারণে আমরা শব্দদূষণের মত একটা ভয়াবহ বিষয়কে গুরুত্ব দেই না। বিশেষ করে ঢাকা শহরে ট্রাফিক সিগনাল কিংবা জ্যামে আমরা অযথা হর্ণ বাজাই৷ বর্তমান সময় শব্দদূষণকে শব্দ সন্ত্রাস বলা হয়। সুতারাং সচেতন হওয়া এবং সচেতন করার সময় এখনই।
এ সময়, এই গ্রুপে এক শিক্ষার্থী মো. জহির উদ্দিন বলেন, এমন কাজ পরিশ্রমের হলেও আমাদের আনন্দ দেয়, আমরা এর মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভ করতে পারি৷ সবচেয়ে ভাল লাগার বিষয় এই কাজ একাডেমিক কোর্স বুঝতে সাহায্য করবে এবং জনসচেতনতায় কাজে দেবে।