রাজধানীর খিলগাঁওয়ে মীম আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীপাড়া এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের প্রতিবেশী শামীম জানান, আড়াই মাস আগে বিয়ে হয় মীম আক্তারের। তার স্বামীর নাম মো. আল আমিন। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।
শামীম বলেন, নিহতের মা নাসিমা বেগম বাসাবাড়িতে কাজ করেন। তার মা ঘরের দরজা বন্ধ দেখে মীমকে ডাকাডাকি করেন। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও দরজা ভেঙে ভেতরে দেখা যায় ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে রয়েছে মীম। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।