রাজধানীর রামপুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাদমান সাকিব (৩১) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
সাদমান সাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানের চালক সজীব নিজেই। তিনি বলেন, ভোরে রামপুরা টিভি সেন্টারের চার নম্বর গেটের সামনে দিয়ে যাওয়ার সময় সাদমান সাকিব নামের ঐ যুবক রাস্তা দিয়ে দৌঁড় দেন। এ সময় ট্রাকের সামনে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সাকিবকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে রামপুরা থেকে আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কাভার্ডভ্যানটি রামপুরা থানা-পুলিশ জব্দ করেছে।