যখন একটি আন্দোলন সর্বস্তরের জনগণকে স্পর্শ করে তখন সে আন্দোলন সফল হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
আজ (২৪ জানুয়ারি) ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
শহীদ মতিউর রহমান মল্লিকের স্মৃতিচারণ করে মতিয়া চৌধুরী বলেন, এদেশে ভাষা আন্দোলন কিংবা গণঅভ্যুত্থান সফল হয়েছে ছাত্রদের আন্দোলনের কারণে। যখন একটি আন্দোলন সর্বস্তরের জনগণকে স্পর্শ করে তখন সে আন্দোলন সফল হয়।
অগ্নিকন্যাখ্যাত মতিয়া চৌধুরী বলেন, মতিউর একটি অবিনশ্বর চেতনার নাম।
একই অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেন, বিএনপি একটা সন্ত্রাসী দল এদের দিয়ে রাজনীতি সম্ভব নয়।
দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপি গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। তাদেরকে রাজনীতি থেকে চিরদিনের মতো বিতাড়িত করা উচিত।