বাইজিদ আহাম্মেদ : নরসিংদীর পলাশে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও ইয়াসিন মিয়াকে আর্থিক সহযোগীতা দিয়েছে ঘোড়াশাল পৌর যুবদল।
বিকেলে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম আহতদের পরিবারের কাছে এই আর্থিক সহযোগীতা তুলে দেন। এর আগে গত ১৮ ই জুলাই নরসিংদীর ভেলানগরে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে চোখে আঘাত প্রাপ্ত হয় পলাশ বাজার গ্রামের দিন মজুর সাব্বির হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আশরাফুল ইসলাম।
অন্যদিকে একই দিন পুলিশে ছুড়া রাবার বুলেট ও টিয়ারসেলে হাতে আঘাত প্রাপ্ত হয় পৌর এলাকার কাঠালিয়া গ্রামের কৃষক নূর আহমেদের ছেলে মাদরাসা শিক্ষার্থী ইয়াসিন। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম জানান, আহতরা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে বিনা চিকিৎসায় দিন পার করছিলেন।
এ অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নির্দেশনায় তাদের পাশে দাড়ানোর জন্য এই আর্থিক সহযোগীতা করা হয়।
Facebook Comments Box