রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধে ২০টি দেশের নেতার সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
এরদোয়ানকে উদ্ধৃত করে ডেইলি সাবাহর প্রতিবেদনে জানানো হয়, চলমান যুদ্ধ বন্ধে সমাধানের পথ তৈরি করতে তুরস্ক জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছে ১০ লক্ষাধিক মানুষ।