হাতিরঝিল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার মোহাম্মদ হেলাল ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে লুডু খেলার দ্বন্দ্বে তার বন্ধুকে হত্যা করেছিলেন। পরে ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি। অবশেষে দীর্ঘদিন ধরে পলাতক আসামি হেলালকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
আজ (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, হেলালের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় ২০১৫ সালে লুডু খেলার দ্বন্দ্ব থেকে সংঘটিত একটি হত্যা মামলা রয়েছে।
ওই মামলায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ২০১৮ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। মামলার রায় ঘোষণার পর থেকেই সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে পলাতক জীবন যাপন করে আসছে।