যাত্রী সংকটের অজুহাতে পটুয়াখালী-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ কর্তৃপক্ষ।
আজ (৯ ডিসেম্বর) বিকাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। এদিকে হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার সন্ধ্যায় লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, এমভি সুন্দরবন ১৪ এবং এমভি প্রিন্স আওলাদ ৭ নামের দুটি লঞ্চ ঘাটে নোঙর করা রয়েছে। লঞ্চ দুটির বিকালে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ঘাটে আসা বেশিরভাগ যাত্রীই নিরাশ হয়ে ফিরে গেছেন।
গলাচিপা থেকে আসা যাত্রী সবুজ মিয়া জানান, লোহলিয়া নদীতে লোহালিয়া সেতু নির্মাণের কাজ চলমান। এ কারণে অনেকদিন ধরে গলাচিপা থেকে ঢাকা লঞ্চ চলাচল বন্ধ। তাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে লঞ্চ ঘাটে এসেছেন। লঞ্চ বন্ধ থাকায় আবার বাসস্ট্যান্ডে ফিরে যাচ্ছেন।
পটুয়াখালী শহরের অপর যাত্রী কুদ্দুস খান বলেন, ‘ঘাটে এসে জানলাম লঞ্চ চলবে না। এখন ভালো মানের গাড়ির ভালো সিট পাচ্ছি না। তাই আজ আর ঢাকা যাওয়া হচ্ছে না।
এমভি সুন্দরবন ১৪ এর সুপারভাইজার মো. ইউনুচ হোসেন বলেন, ‘পটুয়াখালী থেকে ঢাকা যেতে আমাদের অন্তত দুই লক্ষ টাকা খরচ হয়। আজ কেবিনে এবং ডেকে কোনো যাত্রী না থাকায় আমরা লঞ্চ ছাড়িনি।’