যশোরের চৌগাছায় সন্ত্রাসীরা এক যুবককে হত্যা চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ১১টার দিকে উপজেলার কয়ারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত মুকুল ওই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। এর আগে ২০২০ সালের ৮ নভেম্বর নিজ ধান ক্ষেতে সন্ত্রাসীদের হাতে খুন হন মুকুলের বড় ভাই পিকুল।
গুরুতর আহত অবস্থায় মুকুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে রেফার করেন। মুকুল চৌগাছা মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি বাবার সাথে কৃষি কাজ করতেন।
মুকুলের চাচাত ভাই মতিয়ার জানান, রাতে বাড়ির সামনে পুকুরের কাছে দাড়িয়ে ছিলেন। এমন সময় অজ্ঞাত ৩-৪জন এসে মুকুলের গলায় ও পেটে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।