যশোরের চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন আপন দুই ভাই। নিহতরা হলেন টেঙ্গুরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আইয়ুব আলী (৬৫) ও ইউনুস আলী (৫৫)। একই ঘটনায় আশরাফুজ্জামান রনি (৩০) একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানিয়রা জানান, টেঙ্গুরপুর গ্রামের তিন ভাই বিপুল, মুকুল ও বিল্লাল নিহত আইউব আলীদের বাড়িতে শ্রমিকের কাজ করতেন। গতকাল রাতে আইউব আলী ও ইউনুস আলীর সাথে বিপুল, মুকুল ও বিল্লালের তর্ক-বিতর্ক হয়। এর এক পর্যায়ে বিপুল, মুকুল ও বিল্লালের কুড়ালের আঘাতে আইউব আলী ও ইউনুস আলী মারা যান।
যশোর পুলিশের মুখপত্র ডিবি ওসি রুপন কুমার জানান, পূর্ব বিরোধের জের ধরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিপুল, মুকুল ও বিল্লালের আক্রমণে ওই দুই ভাই নিহত হন। তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।