যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রুম্মান হোসেন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে হয়েছেন। এসময় আরিফ হোসেন শাকিল (৩২) নামে আরেক যুবক গুরুতর আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুম্মান যশোর শহরের পুলিশ লাইন্স এলাকার লিয়াকত পাটোয়ারীর ছেলে। স্থানীয়রা জানান, রুম্মান ও আরিফ রাত ১১টার দিকে কাজীপাড়া কাঁঠালতলায় বসে ছিলেন। এ সময় একই এলাকার ৭-৮ যুবক সেখানে গিয়ে তাদেরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভগের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ বলেন, শুক্রবার রাতে দিকে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে একজন মারা যান।
যশোর পুলিশের মুখপাত্র ইন্সপেক্টর রুপন কুমার সরকার বলেন, রুম্মান হত্যায় জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।