মোঃ খলিলুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিবিবি’র পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় ত্রিশাল পৌরসভা মিলনায়নে বিশেষ কার্ডের মাধ্যমে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আসমা সুলতানা, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামানসহ কাউন্সিলর ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে ৪১ হাজার ২৮২ জন মানুষের মাঝে ভর্তুকি মূল্যে এই টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে ময়মনসিংহ নগরীর তিনটি ওয়ার্ডের ৮টি স্পটে এবং জেলার ১৩টি উপজেলার ৬৪টি স্পটে পণ্য বিক্রি করা হয়।
প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি করে স্বচ্ছতার সাথে তালিকা করা হয়েছে। বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষদের এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
প্রতি উপকারভোগীর মাঝে দুই ধাপে পণ্য বিক্রি করা হবে। প্রতি কার্ডে প্রথম ধাপে দুই কেজি চিনি, দুই কেজি মশুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল উপকারভোগিরা সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা হারে নির্ধারণ করা হয়েছে।
ময়মনসিংহ জেলায় ৩ লাখ ২ হাজার ৯৭১ জন সুবিধাভোগীর মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। এরমধ্যে সিটিতে ৩৩ টি ওয়ার্ডে ৭০ হাজার ৪০৯ জন এবং জেলার ১০টি প্যেরসভাসহ অন্যান্য উপজেলায় ২ লাখ ৩২ হাজার ৫৬২ জন সুবিধাভোগীদের কার্ডের মাধ্যমে বিক্রির কথা রয়েছে।