মোবাইল নম্বর ক্লোনিং করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
ফরিদপুর ও মুন্সিগঞ্জে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানানো হয়নি।
বুধবার (২৬ জানুয়ারি) র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুর ও মুন্সিগঞ্জে জেলায় অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নামের ২৪টি সিম ও আটটি মোবাইল জব্দ করা হয়।
এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব-৪ এর অধিনায়ক।সূএ:জাগোনিউজ২৪.কম