মুজিবকোট পরে স্যালুট দিয়ে পুরস্কার নিলেন মিশা সওদাগর

বিজয়ীদের তালিকা প্রকাশ হয়েছিল আগেই। আজ ২৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

করোনা পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। এজন্য অনুষ্ঠানের শুরুতেই তিনি শিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

আগেই জানা গেছে এবার ‘বীর’ সিনেমা দিয়ে সেরা খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন নন্দিত অভিনেতা মিশা সওদাগর। অবশেষে আজ ১২টা থেকে শুরু হওয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে নিজের পুরস্কার নেন মিশা।

 

১২টা ১৮ মিনিটে মঞ্চে আসেন মিশা সওদাগর। এসময় তাকে সাদা পাজামা-পাঞ্জাবীর সঙ্গে মুজিবকোট পরতে দেখা যায়। অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সবার উদ্দেশ্যে হাসিমুখে স্যালুট দিতে দিতে মঞ্চে প্রবেশ করেন এই অভিনেতা। তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

 

এবার অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নায়ক ফেরদৌস ও পূর্ণিমা।

 

পুরস্কারপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশা সওদাগর জাগো নিউজকে বলেন, ‘এর আগেও আমি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তবে এই পুরস্কারটি আমার জন্য স্পেশাল। কারণ এটা আমি পেয়েছি কাজী হায়াৎ সাহেবের ছবিতে অভিনয় করে। উনার জন্য অনেক শ্রদ্ধা রইলো।’

মিশা সওদাগর নিয়মিত সিনেমায় অভিনয় করে যেতে চান। সবার কাছে চাইলেন দোয়া।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» থাইল্যান্ডে দাউ দাউ করে জ্বলছে পুরো পাহাড়

» বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৯ জন আটক

» আদালতে নেওয়া হয়েছে সাংবাদিক শামসুজ্জামানকে

» এবারের আইপিএলে যত নতুন নিয়ম

» জাতিসংঘ সদর দপ্তরে চিত্র প্রদর্শনীতে একাত্তরের গণহত্যার উপাখ্যান

» উরফিকে নিয়ে এবার মুখ খুললেন কারিনা

» ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন আটক

» ধারালো অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

» জমি সংক্রান্ত বিরোধের জের পল্লী চিকিৎসককে কুপিয়ে গণপিটুনি খেলেন যুবলীগ নেতা

» কক্সবাজার সৈকত ভেসে আসছে অসংখ্য মৃত জেলিফিশ

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুজিবকোট পরে স্যালুট দিয়ে পুরস্কার নিলেন মিশা সওদাগর

বিজয়ীদের তালিকা প্রকাশ হয়েছিল আগেই। আজ ২৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

করোনা পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। এজন্য অনুষ্ঠানের শুরুতেই তিনি শিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

আগেই জানা গেছে এবার ‘বীর’ সিনেমা দিয়ে সেরা খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন নন্দিত অভিনেতা মিশা সওদাগর। অবশেষে আজ ১২টা থেকে শুরু হওয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে নিজের পুরস্কার নেন মিশা।

 

১২টা ১৮ মিনিটে মঞ্চে আসেন মিশা সওদাগর। এসময় তাকে সাদা পাজামা-পাঞ্জাবীর সঙ্গে মুজিবকোট পরতে দেখা যায়। অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সবার উদ্দেশ্যে হাসিমুখে স্যালুট দিতে দিতে মঞ্চে প্রবেশ করেন এই অভিনেতা। তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

 

এবার অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নায়ক ফেরদৌস ও পূর্ণিমা।

 

পুরস্কারপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশা সওদাগর জাগো নিউজকে বলেন, ‘এর আগেও আমি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তবে এই পুরস্কারটি আমার জন্য স্পেশাল। কারণ এটা আমি পেয়েছি কাজী হায়াৎ সাহেবের ছবিতে অভিনয় করে। উনার জন্য অনেক শ্রদ্ধা রইলো।’

মিশা সওদাগর নিয়মিত সিনেমায় অভিনয় করে যেতে চান। সবার কাছে চাইলেন দোয়া।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Design & Developed BY ThemesBazar.Com