জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মারিয়া নূর মা হতে চলেছেন। ১১ বছরের সংসার জীবনে তার ঘরে আসছে নতুন অতিথি। স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রাখা একটি ছবি পোস্ট করে সোশাল মিডিয়া তিনি নিজেই এই সুখবর জানিয়েছেন।
বৃহস্পতিবার মধরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ খবর জানিয়ে লিখেছেন, জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হলো। আমি মা হচ্ছি।
সাইফুল আলম জুলফিকারের সঙ্গে মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করতে আসছে নতুন অতিথি।
ক্রিকেট ভিত্তিক অনুষ্ঠান সঞ্চালনা করে আলোচনায় আসেন মারিয়া নূর। পাশাপশি অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে।
সবশেষ মারিয়া নূরকে টিভিপর্দায় দেখা যায় ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনায়। তবে গত ৩ মাস ধরে তিনি মিডিয়ার কাজ থেকে দূরে আছেন। এবার এর কারণ জানা গেল।,