মালয়েশিয়ায় প্রথম তারাবি নামাজে মানুষের ঢল

রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। ইসলামের রীতি অনুযায়ী চাঁদ দেখার মাধ্যমেই সারাবিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন। মালয়েশিয়ায় আজ প্রথম রোজা। করোনা বিধি-নিষেধ শিথিল করায় দেশটিতে ১ম তারাবি নামাজে মানুষের ঢল নামে।

 

এই বছরের রমজান অবশ্যই মুসলমানদের জন্য আরও অর্থবহ হবে। কারণ গত শনিবার রাত থেকে দেশের বিভিন্ন মসজিদ ও সুরাতে জামাতে তারাবি নামাজ পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, মুসলিমরা রমজানের শুরুতে শারীরিক দূরত্ব ছাড়াই তারাবি নামাজ আদায় করেছেন। বিধিনিষেধ শিথিল করায় এখন থেকে আগের মতোই তারাবি নামাজ আদায় করা যাবে। এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

 

পেরাকে বেসরকারি কর্মচারী আলিফ নুর মুখরিজ শারীরিক দূরত্ব ছাড়াই মসজিদে প্রার্থনা করতে পেরে স্বস্তি বোধ করেন।

 

মসজিদ জামেক ক্লেবাং রেস্তুর চেয়ারম্যান মোহাম্মদ খির নাপিয়াহ রমজান মাসকে স্বাগত জানিয়ে বলেছেন, মুসল্লিরা মসজিদে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলবেন। খাবারের প্যাকেট দিয়ে রোজাদারদের ইফতার করানো হবে।

 

পাহাংয়ের সরকারি কর্মচারী শাজলি সুফি চে ইউনিক কুয়ান্তানের পেরকাম্পুঙ্গান সেন্ডারওয়াসিহ, সাইদিনা উমর আল-খাত্তাব মসজিদে তার পরিবারের সঙ্গে তারাবি নামাজ পরিচালনা করার সুযোগ হাতছাড়া করেননি।

তিনি বলেন, আগের বছর, আমার পরিবার ও আমি শুধু বাড়িতেই নামাজ পড়েছিলাম। এবার আমরা রমজানকে স্মরণ করতে একসাথে মসজিদে আসতে পেরে খুব ভাগ্যবান মনে করছি। তবে তিনি আশা করেন করোনার বিস্তার রোধ করার জন্য সমবেত ব্যক্তিরা সর্বদা সঠিকভাবে মাস্ক পরবেন।

 

পার্লিসের আরাউয়ে নামাজ পড়তে আসা আইমান হাইকাল নাসিরুদ্দিন বলেন, যদিও বিধিনিষেধগুলো শিথিল করা হয়েছে, তবে করোনার বিস্তার রোধে তিনি মসজিদে তারাবি নামাজ পড়ার সময় ফেসমাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য তার পরিবারকে স্মরণ করিয়ে দিয়েছেন।

 

এদিকে, কুয়ালালামপুরের মসজিদ জামেক কাম্পুং বরুর ৩ হাজার ধারণক্ষমতার মসজিদে শারীরিক দূরত্ব ছাড়াই তারাবি নামাজ আদায় করেছেন। মসজিদ জামেক সুলতান আব্দুল সামাদে, বিভিন্ন দেশে মুসলমানরা রাজধানীর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদে মাসের জন্য তাদের প্রথম তারাবি নামাজ আদায় করেন।

 

কোটা কিনাবালু বান্দারায়া মসজিদে সাবাহে, প্রায় ২ হাজার মুসল্লি তারাবি নামাজ আদায় করেছেন। নামাজ শুরু হওয়ার আগে, আগত মুসল্লিদের বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল।

 

সরকারি সংস্থার একজন অবসরপ্রাপ্ত ক্লার্ক মো. ইদ্রুস রহমত বলেছেন, তিনি কিছুটা বিরক্ত ছিলেন, মসজিদটি যেখানে ১২ হাজার লোকের নামাজ আদায়ের ব্যবস্থা থাকলেও প্রথম তারাবি নামাজে পরিপূর্ণ হয়নি। তিনি আশা করছেন রোববার থেকে আরও বেশি মুসল্লি জমায়েত হবেন, বিশেষ করে যুবকরা।

 

পুত্রজায়াতে, তুয়াংকু মিজান জয়নাল আবিদীন মসজিদে প্রায় ১ হাজার ৫০০ মানুষ তারাবিহ নামাজ আদায় করছেন, যার নেতৃত্বে ছিলেন আলজেরিয়া থেকে আগত ইমান সাইখ মোহাম্মদ চৌরানা।

 

মসজিদের করপোরেট কমিউনিকেশন ইউনিটের প্রধান, হিশিয়ারুলিল মো. হোসেন বলেন, তারাবিহ নামাজের সময় জামাত যেন এসওপি মেনে চলে তা নিশ্চিত করার জন্য মসজিদের সাতজন কর্মকর্তা ও কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

কুয়ালা ক্রাই, কেলান্তানের মুকিম কেনর মসজিদ পরিদর্শনে দেখা গেছে, সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি সত্ত্বেও এসওপি পালন করার সময় প্রায় ৩০০ জন তারাবি নামাজ আদায় করতে উপস্থিত ছিলেন।

 

তেরেঙ্গানুতে, মসজিদ আল-আবরার বুকিত টোক বেং-এর তথ্য ও মাল্টিমিডিয়া কমিটির সদস্য, ফারিক আউই বলেছেন, প্রায় ১ হাজার জন তারাবি নামাজের জন্য উপস্থিত ছিলেন।

 

মেলাকাতে, রমজানের প্রথম রাতে প্রায় ১ হাজার মুসল্লি তারাবিহ নামাজ আদায় করেছেন।

 

নেগ্রি সেম্বিলানে, মসজিদের প্রধান ইমাম ড. মুহাম্মদ ইউসরি মাজলানের নেতৃত্বে প্রায় ৬০০ জন সমবেত সেরেম্বান রাজ্যের মসজিদের তারাবি নামাজ আদায় করেছেন।

 

পেনাংয়ের কেপালা বাটাসের আবদুল্লাহ ফাহিম মসজিদে, রাষ্ট্র তাদের অভিভাবকদের সতর্ক দৃষ্টিতে ১২ বছরের কম বয়সী শিশুদের নামাজে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার পরে, অভিভাবকরা তাদের সন্তানদের তারাবিহের নামাজ পড়তে নিয়ে এসেছেন যারা মসজিদ বা সুরাউয়ে তারাবিহ নামাজের জন্য তাদের টিকা সম্পন্ন করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আমেরিকার ভিসানীতির পরে বিএনপির নেতৃত্ব ঔদ্ধত্য দেখাচ্ছে: হানিফ

» বিএনপি কি নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রশ্ন প্রধানমন্ত্রীর

» ‘সজাগ থাকুন, স্বাধীনতাবিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে’

» কোনো দলকে পক্ষ করে ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

» রোডমার্চ বৃহত্তর আন্দোলনের প্রাক প্রস্তুতি: নজরুল ইসলাম

» বিশ্বের ‘সবচেয়ে দূরপাল্লার’ ড্রোন উন্মোচন করলো ইরান

» ভিসানীতি নিয়ে সরকার নয়, বিএনপি চাপে আছে: শিক্ষামন্ত্রী

» সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

» দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

» আমাদের ইলেকশন কমিশন শতভাগ স্বাধীন: সালমান এফ রহমান

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।(দপ্তর সম্পাদক)  উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালয়েশিয়ায় প্রথম তারাবি নামাজে মানুষের ঢল

রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। ইসলামের রীতি অনুযায়ী চাঁদ দেখার মাধ্যমেই সারাবিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন। মালয়েশিয়ায় আজ প্রথম রোজা। করোনা বিধি-নিষেধ শিথিল করায় দেশটিতে ১ম তারাবি নামাজে মানুষের ঢল নামে।

 

এই বছরের রমজান অবশ্যই মুসলমানদের জন্য আরও অর্থবহ হবে। কারণ গত শনিবার রাত থেকে দেশের বিভিন্ন মসজিদ ও সুরাতে জামাতে তারাবি নামাজ পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, মুসলিমরা রমজানের শুরুতে শারীরিক দূরত্ব ছাড়াই তারাবি নামাজ আদায় করেছেন। বিধিনিষেধ শিথিল করায় এখন থেকে আগের মতোই তারাবি নামাজ আদায় করা যাবে। এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

 

পেরাকে বেসরকারি কর্মচারী আলিফ নুর মুখরিজ শারীরিক দূরত্ব ছাড়াই মসজিদে প্রার্থনা করতে পেরে স্বস্তি বোধ করেন।

 

মসজিদ জামেক ক্লেবাং রেস্তুর চেয়ারম্যান মোহাম্মদ খির নাপিয়াহ রমজান মাসকে স্বাগত জানিয়ে বলেছেন, মুসল্লিরা মসজিদে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলবেন। খাবারের প্যাকেট দিয়ে রোজাদারদের ইফতার করানো হবে।

 

পাহাংয়ের সরকারি কর্মচারী শাজলি সুফি চে ইউনিক কুয়ান্তানের পেরকাম্পুঙ্গান সেন্ডারওয়াসিহ, সাইদিনা উমর আল-খাত্তাব মসজিদে তার পরিবারের সঙ্গে তারাবি নামাজ পরিচালনা করার সুযোগ হাতছাড়া করেননি।

তিনি বলেন, আগের বছর, আমার পরিবার ও আমি শুধু বাড়িতেই নামাজ পড়েছিলাম। এবার আমরা রমজানকে স্মরণ করতে একসাথে মসজিদে আসতে পেরে খুব ভাগ্যবান মনে করছি। তবে তিনি আশা করেন করোনার বিস্তার রোধ করার জন্য সমবেত ব্যক্তিরা সর্বদা সঠিকভাবে মাস্ক পরবেন।

 

পার্লিসের আরাউয়ে নামাজ পড়তে আসা আইমান হাইকাল নাসিরুদ্দিন বলেন, যদিও বিধিনিষেধগুলো শিথিল করা হয়েছে, তবে করোনার বিস্তার রোধে তিনি মসজিদে তারাবি নামাজ পড়ার সময় ফেসমাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য তার পরিবারকে স্মরণ করিয়ে দিয়েছেন।

 

এদিকে, কুয়ালালামপুরের মসজিদ জামেক কাম্পুং বরুর ৩ হাজার ধারণক্ষমতার মসজিদে শারীরিক দূরত্ব ছাড়াই তারাবি নামাজ আদায় করেছেন। মসজিদ জামেক সুলতান আব্দুল সামাদে, বিভিন্ন দেশে মুসলমানরা রাজধানীর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদে মাসের জন্য তাদের প্রথম তারাবি নামাজ আদায় করেন।

 

কোটা কিনাবালু বান্দারায়া মসজিদে সাবাহে, প্রায় ২ হাজার মুসল্লি তারাবি নামাজ আদায় করেছেন। নামাজ শুরু হওয়ার আগে, আগত মুসল্লিদের বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল।

 

সরকারি সংস্থার একজন অবসরপ্রাপ্ত ক্লার্ক মো. ইদ্রুস রহমত বলেছেন, তিনি কিছুটা বিরক্ত ছিলেন, মসজিদটি যেখানে ১২ হাজার লোকের নামাজ আদায়ের ব্যবস্থা থাকলেও প্রথম তারাবি নামাজে পরিপূর্ণ হয়নি। তিনি আশা করছেন রোববার থেকে আরও বেশি মুসল্লি জমায়েত হবেন, বিশেষ করে যুবকরা।

 

পুত্রজায়াতে, তুয়াংকু মিজান জয়নাল আবিদীন মসজিদে প্রায় ১ হাজার ৫০০ মানুষ তারাবিহ নামাজ আদায় করছেন, যার নেতৃত্বে ছিলেন আলজেরিয়া থেকে আগত ইমান সাইখ মোহাম্মদ চৌরানা।

 

মসজিদের করপোরেট কমিউনিকেশন ইউনিটের প্রধান, হিশিয়ারুলিল মো. হোসেন বলেন, তারাবিহ নামাজের সময় জামাত যেন এসওপি মেনে চলে তা নিশ্চিত করার জন্য মসজিদের সাতজন কর্মকর্তা ও কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

কুয়ালা ক্রাই, কেলান্তানের মুকিম কেনর মসজিদ পরিদর্শনে দেখা গেছে, সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি সত্ত্বেও এসওপি পালন করার সময় প্রায় ৩০০ জন তারাবি নামাজ আদায় করতে উপস্থিত ছিলেন।

 

তেরেঙ্গানুতে, মসজিদ আল-আবরার বুকিত টোক বেং-এর তথ্য ও মাল্টিমিডিয়া কমিটির সদস্য, ফারিক আউই বলেছেন, প্রায় ১ হাজার জন তারাবি নামাজের জন্য উপস্থিত ছিলেন।

 

মেলাকাতে, রমজানের প্রথম রাতে প্রায় ১ হাজার মুসল্লি তারাবিহ নামাজ আদায় করেছেন।

 

নেগ্রি সেম্বিলানে, মসজিদের প্রধান ইমাম ড. মুহাম্মদ ইউসরি মাজলানের নেতৃত্বে প্রায় ৬০০ জন সমবেত সেরেম্বান রাজ্যের মসজিদের তারাবি নামাজ আদায় করেছেন।

 

পেনাংয়ের কেপালা বাটাসের আবদুল্লাহ ফাহিম মসজিদে, রাষ্ট্র তাদের অভিভাবকদের সতর্ক দৃষ্টিতে ১২ বছরের কম বয়সী শিশুদের নামাজে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার পরে, অভিভাবকরা তাদের সন্তানদের তারাবিহের নামাজ পড়তে নিয়ে এসেছেন যারা মসজিদ বা সুরাউয়ে তারাবিহ নামাজের জন্য তাদের টিকা সম্পন্ন করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।(দপ্তর সম্পাদক)  উপদেষ্টা – মো: মোস্তাফিজুর রহমান মাসুদ,
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com