নাদিম আহমেদ অনিক, প্রতিনিধি- নওগাঁর মান্দা উপজেলায় ২ হাজার ২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশুতোষ সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চলতি আউশ মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৪ ইউনিয়নে ২২শ’ জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হবে। এতে একজন কৃষক ৫ কেজি আউশ ধানের বীজসহ ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
Facebook Comments Box