কুমিল্লা আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় মাদক দ্রব্যসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
গ্রেফতার তিনজন হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন কুলুবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের মোরশেদ মিয়ার মাসুম মিয়া (২৩) এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)।
কুমিল্লার র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাকিব জানান, রবিবার রাতে গোপন সংবাদে অভিযান পরিচালনা করি। এ সময় ১০১ কেজি গাঁজা ও ৩,৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। মাদক কারবারের অপরাধে ভারতীয় দুই নাগরিকসহ মোট তিনজনকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান দীর্ঘদিন ভারত হতে অবৈধ মাদকদব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাইপথে বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।