আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সোমবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধায় মাসিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন, সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম ইয়াহিয়া, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনগন, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব মো. মোয়াজ্জেম হোসেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box