ছবি সংগৃহীত
ভারতীয় সীমান্ত দিয়ে পাচারের সময় ৪৪০ কেজি অবৈধ ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।
আজ সকালে প্রহরে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী মনোরা নামক স্থানে পাওয়া যায় এসব ইলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার।
বিজিবির একটি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার ২০৫৭/২-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনোরা নামক স্থানে এসব ইলিশ পাওয়া যায়৷ এসময় কাউকে পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, বিজিবি আসার খবরে এসব ইলিশ ফেলেই পালিয়ে যায় চোরাকারবারিরা। বাংলাদেশি ৪৪০ কেজি ইলিশ মাছে আনুমানিক মূল্য নয় লক্ষ আটষট্টি হাজার টাকা।