ফাইল ফটো
পাবনায় ভাড়া টাকা নিয়ে কথা বাগবিতণ্ডার জেরে জুবায়ের রহমান (২৫) নামের এক হেলপারকে ছুরিকাঘাতে হত্যা করেছে যাত্রী। এ ঘটনায় মারুফ হোসেন সুমন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার রাতে পাবনা বাস টার্মিনালে মাছরাঙ্গা পরিবহন নামক একটি বাসে এ ঘটনা ঘটে। জুবায়ের সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া জাহিদুর রহমানের ছেলে ।
নিহতর পরিবারের লোকজন জানান, রাতে ঢাকার গাবতলী থেকে মাছরাঙ্গা পরিবহন নামের একটি বাস যাত্রী নিয়ে পাবনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভাড়া নিয়ে বাসের মধ্যে মারুফ হোসেন সুমন নামের এক যাত্রীর সঙ্গে জুবায়ের বাগবিতণ্ডা হয়। তখন সেই যাত্রী তাকে দেখে নেওয়ার হুমকি দেন। গভীর রাতে বাসটি পাবনা শহরে এসে থামালে সেই যাত্রী লোকজন ডেকে আনেন। পরে তিনি ও তার লোকজন মারামারি শুর করেন। এ সময় হেলপারকে ওই যাত্রী ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আলী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ঘটনার সঙ্গে জড়িত মারুফ হোসেন সুমনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।