ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পোদ্দারবাজারের কাছে দুর্বৃত্তদের হামলায় দু’জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার রাতে উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোলেমান শরীফ ও কামরুল মাতুব্বর। আহত হয়েছেন আমিনুল মাতুব্বর।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, পুলিশ জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা জানান, বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউপির পোদ্দারবাজার থেকে মোটরসাইকেলে করে সোলেমান, কামরুল ও আমিনুল তাদের গ্রামের বাড়ি জান্দিতে ফিরছিলেন। বাজার পার হতেই তারা দুর্বৃত্তদের হামলার শিকার হন।
মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা তিনজনকে এলোপাতাড়ি কোপায়। এ সময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যান। গুরুতর আহত অপর দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে শুক্রবার ভোরে মারা যান তিনি।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ জামাল শেখ গ্রুপের সঙ্গে তাদের বিরোধ চলছিল।