ভাগ্য নির্ধারণে পার্লামেন্ট অধিবেশন শুরু, অনুপস্থিত ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে ঐতিহাসিক অধিবেশন শুরু হয়েছে। তবে অধিবেশনে অনুপস্থিত রয়েছেন ইমরান খান। তিনি অধিবেশনে উপস্থিত হবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

 

অধিবেশন শুরুর কিছুক্ষণ পরে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত মুলতবি করেছেন স্পিকার আসাদ কায়সার। এ অধিবেশনের মধ্যেই নির্ধারণ হয়ে যেতে পারে ইমরানের প্রধানমন্ত্রিত্বের ভাগ্য।

 

অধিবেশন শুরু হওয়ার পর স্পিকার বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে কথা বলার অনুমতি দেন। কিন্তু তিনি কথা বলা শুরু করার পরপরই ক্ষমতাসীন জোট পিটিআই এর অনেক সদস্য উচ্চস্বরে কথা বলা শুরু করেন। তখন শাহবাজ সংবিধান অনুসারে পার্লামেন্টের অধিবেশন পরিচালনার জন্য স্পিকারকে আহ্বান জানান।

 

পরিস্থিতি শান্ত হলে শাহবাজ তার বক্তব্যে বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হবে। তিনি ৭ এপ্রিলকে পাকিস্তানের ইতিহাসে ‘সবচেয়ে ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করেন।

 

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে গেলে ক্ষমতাচ্যুত হবেন ইমরান। আর জিতলে এই যাত্রায় টিকে গিয়ে ইতিহাসের অংশ হবেন। কেননা দেশটিতে কোনো নির্বাচিত সরকারই ক্ষমতার মেয়াদ শেষ করতে পারেনি।

 

ইমরান খানকে ক্ষমতা থেকে হটাতে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। খোদ ইমরানের দলের অনেক শরিকরাও এতে যোগ দেন। ওই প্রস্তাবের ওপর গত ৩ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা ছিল। তবে সেদিন পার্লামেন্টের ডেপুটি স্পিকার এই বলে অনাস্থা প্রস্তাব বাতিল করেন যে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে ইমরানের খানের অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন বিরোধীরা।

 

গত বৃহস্পতিবার অনাস্থা ভোট খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালের আদেশ দিয়ে শনিবার অনাস্থা ভোট আয়োজন করতে বলেন আদালত।

 

সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, আজ শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য জাতীয় পরিষদের স্পিকার। ৩ এপ্রিলের আলোচ্যসূচির সঙ্গে মিল রেখে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার মধ্যেই এই অধিবেশন শুরু করতে হবে। ৩৪২ আসনের পার্লামেন্টের মধ্যে ১৭২ জনের সমর্থনের প্রয়োজন ইমরান খানের সরকারের পতনের জন্য। বিরোধীদের দাবি, তাদের সেই সমর্থন রয়েছে।

 

এদিকে পার্লামেন্ট পুনর্বহালে সুপ্রিম কোর্টের আদেশের পরদিন শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানান, জাতীয় পরিষদ পুনর্বহালের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নিলেও তিনি এই রায়ে দুঃখিত।

 

ভাষণে ইমরান খান বলেন, ‘দেশের ন্যায়বিচারের অভিভাবক বিচার বিভাগ, এটি আমি সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করি। ডেপুটি স্পিকার সংবিধানের ৫ অনুচ্ছেদের বলে জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি এবং বিরোধী জোটের অনাস্থা প্রস্তাব বাতিল করেছিলেন।

 

‘আমি এখনও বলতে চাই বিরোধীদের এই অনাস্থা প্রস্তাবে বিদেশি হস্তক্ষেপ ছিল। সুপ্রিম কোর্ট অন্তত বিদেশি হস্তক্ষেপের এই বিষয়ে নজর দেবে বলে আমি চেয়েছিলাম। অন্য একটি দেশ চক্রান্ত-ষড়যন্ত্র করে পাকিস্তান সরকারের পতন ঘটাতে উঠেপড়ে লেগেছে, এটি গুরুতর অভিযোগ। আমি আশা করেছিলাম সুপ্রিম কোর্ট এই অভিযোগ তদন্ত করে দেখবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

» ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা

» কখনো বিবর্তন

» সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় সর্বদা প্রস্তুত বিএনপি : মাহদী আমিন

» সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী

» ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

» ২১ জেলায় পানিতে ডুবেছে ৭২ হাজার হেক্টর জমির ফসল

» পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল

» আজ শনিবার রাজধানীর যেসব এলাকা-মার্কেট বন্ধ

» জামায়াতে ইসলামী কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীর সঙ্গে জোট করবে না

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভাগ্য নির্ধারণে পার্লামেন্ট অধিবেশন শুরু, অনুপস্থিত ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে ঐতিহাসিক অধিবেশন শুরু হয়েছে। তবে অধিবেশনে অনুপস্থিত রয়েছেন ইমরান খান। তিনি অধিবেশনে উপস্থিত হবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

 

অধিবেশন শুরুর কিছুক্ষণ পরে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত মুলতবি করেছেন স্পিকার আসাদ কায়সার। এ অধিবেশনের মধ্যেই নির্ধারণ হয়ে যেতে পারে ইমরানের প্রধানমন্ত্রিত্বের ভাগ্য।

 

অধিবেশন শুরু হওয়ার পর স্পিকার বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে কথা বলার অনুমতি দেন। কিন্তু তিনি কথা বলা শুরু করার পরপরই ক্ষমতাসীন জোট পিটিআই এর অনেক সদস্য উচ্চস্বরে কথা বলা শুরু করেন। তখন শাহবাজ সংবিধান অনুসারে পার্লামেন্টের অধিবেশন পরিচালনার জন্য স্পিকারকে আহ্বান জানান।

 

পরিস্থিতি শান্ত হলে শাহবাজ তার বক্তব্যে বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হবে। তিনি ৭ এপ্রিলকে পাকিস্তানের ইতিহাসে ‘সবচেয়ে ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করেন।

 

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে গেলে ক্ষমতাচ্যুত হবেন ইমরান। আর জিতলে এই যাত্রায় টিকে গিয়ে ইতিহাসের অংশ হবেন। কেননা দেশটিতে কোনো নির্বাচিত সরকারই ক্ষমতার মেয়াদ শেষ করতে পারেনি।

 

ইমরান খানকে ক্ষমতা থেকে হটাতে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। খোদ ইমরানের দলের অনেক শরিকরাও এতে যোগ দেন। ওই প্রস্তাবের ওপর গত ৩ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা ছিল। তবে সেদিন পার্লামেন্টের ডেপুটি স্পিকার এই বলে অনাস্থা প্রস্তাব বাতিল করেন যে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে ইমরানের খানের অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন বিরোধীরা।

 

গত বৃহস্পতিবার অনাস্থা ভোট খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। একই সঙ্গে পার্লামেন্ট পুনর্বহালের আদেশ দিয়ে শনিবার অনাস্থা ভোট আয়োজন করতে বলেন আদালত।

 

সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, আজ শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য জাতীয় পরিষদের স্পিকার। ৩ এপ্রিলের আলোচ্যসূচির সঙ্গে মিল রেখে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার মধ্যেই এই অধিবেশন শুরু করতে হবে। ৩৪২ আসনের পার্লামেন্টের মধ্যে ১৭২ জনের সমর্থনের প্রয়োজন ইমরান খানের সরকারের পতনের জন্য। বিরোধীদের দাবি, তাদের সেই সমর্থন রয়েছে।

 

এদিকে পার্লামেন্ট পুনর্বহালে সুপ্রিম কোর্টের আদেশের পরদিন শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানান, জাতীয় পরিষদ পুনর্বহালের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নিলেও তিনি এই রায়ে দুঃখিত।

 

ভাষণে ইমরান খান বলেন, ‘দেশের ন্যায়বিচারের অভিভাবক বিচার বিভাগ, এটি আমি সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করি। ডেপুটি স্পিকার সংবিধানের ৫ অনুচ্ছেদের বলে জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি এবং বিরোধী জোটের অনাস্থা প্রস্তাব বাতিল করেছিলেন।

 

‘আমি এখনও বলতে চাই বিরোধীদের এই অনাস্থা প্রস্তাবে বিদেশি হস্তক্ষেপ ছিল। সুপ্রিম কোর্ট অন্তত বিদেশি হস্তক্ষেপের এই বিষয়ে নজর দেবে বলে আমি চেয়েছিলাম। অন্য একটি দেশ চক্রান্ত-ষড়যন্ত্র করে পাকিস্তান সরকারের পতন ঘটাতে উঠেপড়ে লেগেছে, এটি গুরুতর অভিযোগ। আমি আশা করেছিলাম সুপ্রিম কোর্ট এই অভিযোগ তদন্ত করে দেখবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com