টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে ভালো দল আফগানিস্তান। এটা সবারই জানা। মাঠেও তার প্রকাশ ঘটাচ্ছে রশিদ খানরা। টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে শুরুতেই চেপে ধরেছে আফগানিস্তান।
টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অভিষিক্ত মুনিম শাহরিয়ারকে পাঠানো হয় ইনিংস ওপেন করানোর জন্য। মোহাম্মদ নাঈম তো নিজেই অভিজ্ঞ।
কিন্তু এই দুই ওপেনার হতাশ করলেন। ১০ রানের জুটি গড়ার পরই বিচ্ছিন্ন হয়ে যান দু’জন। ২ রান করে আউট হয়ে যান নাঈম। মুনিম শাহরিয়ার আশা জাগিয়েছিলেন ৩টি বাউন্ডারি মেরে। কিন্তু তিনিও রশিদ খানের ঘূর্নিতে বিভ্রান্ত হয়ে আউট হলেন ১৮ বলে ১৭ রান করে।
অভিজ্ঞ সাকিব আল হাসান আউট হয়ে গেলেন ৫ রান করে। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩ উইকেট হারিয়ে ৬০। ২৯ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস। ৩ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।