লালমনিরহাটের কালীগঞ্জে এক বিকাশ ও মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। এসময় তার কাছে থাকা টাকা ছিনতাই করেছে তারা। নিহত ব্যবসায়ীর নাম আইয়ুব আলী (৪০)। তিনি উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।
জানা যায়, আইয়ুব আলী চাপারহাট বাজারে বিকাশ ও মোবাইলের ব্যবসা করতেন। বাজারের দোকান বন্ধ করে রাত দেড়টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তারপথ রোধ করে। তারা টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।এতে আইয়ুব আলী মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়ে যান। দুর্বৃত্তরা তখন রামদা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল এ খবর নিশ্চিত করেছেন।