ফাইল ফটো
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় দুই আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গেছে, রাসেলের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে লালমাটিয়া এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. সিরাজ।
তাদের হাসপাতাল নিয়ে যাওয়া শাহ আলী ইমন জানান, তারা মিরপুর পল্লবী বাউলিয়াবাদ লালমাটিয়া এলাকায় থাকেন। এলাকাতে তাদের মোটর মেকানিকের দোকান রয়েছে। রাসেল নিজেও মোটর মেকানিক। রাতে তারা দুটি মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজারে যান তেহারি খেতে। সেখানে খাওয়া-দাওয়া করে আবার মোটরসাইকেল নিয়ে মিরপুর ফিরছিলেন।
একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন রাসেল এবং তার পেছনে বসে ছিলেন মানিক (১৯) ও এনামুল (২৩)। পথে জিরো পয়েন্ট মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক কোনোরকম ব্রেক না করে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে গুরুতর আহত হলে ৩ জনকেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আহত মানিকের অবস্থা গুরুতর। তবে এনামুল আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।