যশোরের বেনাপোলে অস্ত্র-গুলিসহ আব্দুস সাত্তার মোড়ল (৫০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পোর্ট থানার বারোপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত জাহান আলী মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় আব্দুস সাত্তারকে আটক করে তার বাড়ির খড়ের গাদার মধ্য থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আটক করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।