বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগ মহারাষ্ট্রের মন্ত্রী, এনসিপি নেতা নবাব মালিককে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি এই মামলার অন্যতম অভিযুক্ত দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর এবং বোন হাসিনা পারকরের নাম জানিয়েছে। দক্ষিণ মুম্বাইয়ে ইডি-র আঞ্চলিক দপ্তরে বুধবার প্রায় ৭ ঘণ্টা জেরার পর গ্রেপ্তার করা হয় নবাবকে। দপ্তর থেকে বের করে আনার সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে নবাব চিৎকার করে বলেন, মাথা নত করব না, ভয় পাই না। লড়াই করব এবং জিতব। সত্যটা সকলের সামনে আনব।
ইডি-র নোটিশ পেয়েই বুধবার সকালে জেরার জন্য গিয়েছিলেন নবাবের কাছে। তদন্তে অসহযোগিতার অভিযোগে নাবাবকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ইডি। এদিকে মুম্বাইয়ে হাসিনার ঠিকানাসহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। ইকবালকেও জেরা করা হয়েছিল। ইডি-র একটি সূত্র দাবি করেছে দাউদ পরিবারের সঙ্গে সম্পত্তি কেনাবেচায় জড়িত ছিলেন নাবাব ।
শাহরুখ খানের পুত্র আরিয়ান খান গত অক্টোবরে আরব সাগরের প্রমোদতরী থেকে মাদক মামলায় গ্রেপ্তার হবার পর থেকে ধারাবাহিক ভাবে কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নবাব। তার অভিযোগ ছিল বিজেপি চক্রান্ত করে আরিয়ানকে ফাঁসিয়েছে।