বিশ্বের সবচেয়ে সুন্দর মশা

ছবি: অন্তর্জাল

 

মশা হলেও এর সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। ছবিতে যে প্রতঙ্গটি দেখতে পাচ্ছেন, সেটিই স্যাবেথেস সায়ানিয়াস প্রজাতির মশা। মধ্য ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে এই মশার বসবাস। যা বিরল প্রজাতির।

 

ছবিটি কানাডার অন্টারিও থেকে গিল উইজেন তুলেছেন। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় তার কাজ অত্যন্ত প্রশংসিত হয়েছিল। গিলএকজন কীটতত্ত্ববিদ।

 

এই মশার গায়ে দেখা যায় নীল, বেগুনি ও কালোর মিশেল। দুই পাশে আছে রহস্যময় পালকের মতো প্যাডেল। এ কারণেই মশার এ প্রজাতি সুন্দর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি মশার একটি ক্রান্তীয় প্রজাতি, যা দেখতে চোখ ধাঁধানো বটে।

 

এই মশাকে রাজকীয় মশা  হিসেবেও অভিহিত করা হয়। এর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। চাইলেই এদের দেখা পাওয়া যায় না। এই প্রজাতির মশা ছদ্মবেশী হয়ে থাকে। ফরে এদের ছবি তোলাও কঠিন।

 

বন্যপ্রাণী ফটোগ্রাফার গিল উইজেন জানিয়েছেন, ‘মশার ছবি তোলা সবচেয়ে কষ্টকর। কারণ তারা ঘনঘন জায়গা পরিবর্তন করে। এজন্য মশার ছবি তুলতে গেলে ফটোগ্রাফারকেও স্থির হয়ে থাকতে হয়। আবার ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহার করলেও বিপদ। মশা দ্রুত সেই স্থান ত্যাগ করে।’

 

স্যাবেথেস সায়ানিয়াস মশার বিশেষত্ব হচ্ছে, তার শরীরের দুইপাশের পাখনায় পালক আছে। তবে এ পালকের কাজ কী, তা বিজ্ঞানীরা এখনো জানতে পারেননি।

পৃথিবীতে মশার ৩ হাজার ৩০০ টিরও বেশি প্রজাতির আছে। এদের মধ্যে শুধু স্ত্রী মশারাই রক্ত খেয়ে থাকে। যখন তারা ডিম উৎপাদন করতে চায় তখনই রক্ত খায়। মশার মাধ্যমে ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীতজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি রোগ হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবেই এই মশা সবার কাছেই ভয়ের কারণ।  সূত্র: বিবিসি , ডেইলি-বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নির্বাচনকে ভয় পায় বলেই ষড়যন্ত্রের পথে বিএনপি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

» বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যুক্তরাজ্যের “ক্রস পার্টি পার্লামেন্টারি ডেলিগেশন” প্রতিনিধি দলের সাক্ষাৎ

» স্যামসাং গ্যালাক্সি এম১২: সাশ্রয়ী মূল্যে সমৃদ্ধ অভিজ্ঞতা

» দুবাইয়ে ‘প্রভাবশালী নারী’ অ্যাওয়ার্ড পেলেন আবিদা হোসেন

» বিয়ের আগেই হানিমুন উপভোগ করছেন মালাইকা

» বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে: ওবায়দুল কাদের

» রাজধানীতে লিফটের ফাঁকা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

» ব্রয়লার মুরগির দাম ৩০০ ছুঁই ছুঁই

» নির্যাতন-নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের গতি ততই তীব্র হবে: ফখরুল

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বের সবচেয়ে সুন্দর মশা

ছবি: অন্তর্জাল

 

মশা হলেও এর সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। ছবিতে যে প্রতঙ্গটি দেখতে পাচ্ছেন, সেটিই স্যাবেথেস সায়ানিয়াস প্রজাতির মশা। মধ্য ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে এই মশার বসবাস। যা বিরল প্রজাতির।

 

ছবিটি কানাডার অন্টারিও থেকে গিল উইজেন তুলেছেন। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় তার কাজ অত্যন্ত প্রশংসিত হয়েছিল। গিলএকজন কীটতত্ত্ববিদ।

 

এই মশার গায়ে দেখা যায় নীল, বেগুনি ও কালোর মিশেল। দুই পাশে আছে রহস্যময় পালকের মতো প্যাডেল। এ কারণেই মশার এ প্রজাতি সুন্দর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি মশার একটি ক্রান্তীয় প্রজাতি, যা দেখতে চোখ ধাঁধানো বটে।

 

এই মশাকে রাজকীয় মশা  হিসেবেও অভিহিত করা হয়। এর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। চাইলেই এদের দেখা পাওয়া যায় না। এই প্রজাতির মশা ছদ্মবেশী হয়ে থাকে। ফরে এদের ছবি তোলাও কঠিন।

 

বন্যপ্রাণী ফটোগ্রাফার গিল উইজেন জানিয়েছেন, ‘মশার ছবি তোলা সবচেয়ে কষ্টকর। কারণ তারা ঘনঘন জায়গা পরিবর্তন করে। এজন্য মশার ছবি তুলতে গেলে ফটোগ্রাফারকেও স্থির হয়ে থাকতে হয়। আবার ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহার করলেও বিপদ। মশা দ্রুত সেই স্থান ত্যাগ করে।’

 

স্যাবেথেস সায়ানিয়াস মশার বিশেষত্ব হচ্ছে, তার শরীরের দুইপাশের পাখনায় পালক আছে। তবে এ পালকের কাজ কী, তা বিজ্ঞানীরা এখনো জানতে পারেননি।

পৃথিবীতে মশার ৩ হাজার ৩০০ টিরও বেশি প্রজাতির আছে। এদের মধ্যে শুধু স্ত্রী মশারাই রক্ত খেয়ে থাকে। যখন তারা ডিম উৎপাদন করতে চায় তখনই রক্ত খায়। মশার মাধ্যমে ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীতজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি রোগ হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবেই এই মশা সবার কাছেই ভয়ের কারণ।  সূত্র: বিবিসি , ডেইলি-বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Design & Developed BY ThemesBazar.Com