বিএনপি-জামায়াত সব সময় দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
আজ (০৯ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ি মিল্কি অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে ‘দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডব মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিখিল বলেন, বিএনপি-জামায়াত সব সময় দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা কখনও সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকবেন।
তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি বিএনপি-জামায়াত কর্মসূচি ঘোষণা করেছে। তারা যদি কর্মসূচির নামে স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করতে চায় তাহলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী বিএনপি-জামায়াতের দেশবিরোধী সকল কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সেই লক্ষ্যে কাজ করবে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।
সভা শেষে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্গত ২৭নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে দুইশো মাদরাসা শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কার্যনির্বাহী সদস্য তারিখ আল মামুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, সাব্বির আলম লিটু, জলিলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভিরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহমেদ, সিদ্দিক বিশ্বাস, শিবলী সাদিক, মামুন সরকার, শাহাদাৎ হোসেন সেলিম, উপ-দফতর সম্পাদক এইচ এম কামরুজ্জামান কামরুলসহ ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।