গাইবান্ধার তুলসিঘাট এলাকায় ভাপা পিঠা খেতে গিয়ে বাসচাপায় মৃত্যু হয়েছে নানি-নাতনির। নিহতরা হলেন- জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।
আজ সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নাতনিকে সঙ্গে নিয়ে তুলসিঘাটে আসেন তিনি। এসময় ভাপা পিঠা খাওয়ার জন্য রাস্তার ওপারে যাচ্ছিল টিয়া। একটি বাস আসতে দেখে সাবিনা দৌড়ে টিয়াকে সরিয়ে নিতে যান। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি, নানি আর নাতনি দু’জনকেই চাপা দিয়ে পালিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।