ফাইল ছবি
উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবি ওরফে ডা. ওয়াক্কাস (৪০) নামে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে উখিয়া ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ওয়াক্কাস আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় কমান্ডার ছিলেন। তিনি ক্যাম্পের সন্ত্রাসীদের তালিকায় শীর্ষ ছিলেন বলেও জানিয়েছে এপিবিএন পুলিশ।
রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর জানান, রোহিঙ্গা দুষ্কৃতিকারীরা শীর্ষ সন্ত্রাসী ড. ওয়াক্কাসকে গুলি করে হত্যা করেছে। তিনি সক্রিয় আরসার কমান্ডার ছিলেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রাতে অন্তত ৩০ মুখোশধারী রোহিঙ্গারা বালুখালী ৯ নম্বর ক্যাম্পে গিয়ে ড. ওয়াক্কাসকে ঘিরে ফেলেন। সে সময় তিনি পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়। পরে ওয়াক্কাসকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।