আবাহনী-মোহামেডান ম্যাচ বলে কথা। বুধবার সে ম্যাচে এমন একটা কীর্তি গড়েছেন মোহামেডানের আবিদ হোসেন, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসেই আর কারও নেই।
আবিদের বাবা আবুল হোসেন দেশের ফুটবলের এক বিখ্যাত নাম। আশি ও নব্বইয়ের দশকের প্রথমভাগে তিনি ছিলেন মাঠ মাতানো ফুটবল তারকা। মোহামেডানের অধিনায়ক ছিলেন। রাইট ব্যাক জায়গাটার অতন্দ্র প্রহরী হয়ে দীর্ঘদিন কাটিয়েছেন সাদাকালো শিবিরে। ঢাকার মাঠে লম্বা থ্রোয়ের জন্যও বিখ্যাত ছিলেন।-প্রথমআলো
এবার বাবার পর একই দলের হয়ে মাঠে নামলেন ছেলে আবিদ। দেশের ফুটবলের স্বর্ণযুগে আবাহনী-মোহামেডান ম্যাচে খেলা কোনো খেলোয়াড়ের সন্তান হিসেবে এই প্রথম সেই ম্যাচে মাঠে নামার সৌভাগ্য হলো তার। বাবার গায়ে চড়া সেই বিখ্যাত সাদাকালো জার্সিতে খেললেন আকাশি-নীলের আবাহনীর বিপক্ষে।