বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে মংসিংশৈ মারমা (৪০) নামে একজন নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুনপাড়ায় এ গুলাগুলির ঘটনা ঘটে।
নিহত মংসিংশৈ মারমা বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুনপাড়ার মৃত নিসামং মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তার বাড়ির আঙ্গিনায় বসে থাকা অবস্থায় দুর্বত্তরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায় নি। মংসিংশৈ মারমা জেএসএস মূল দলের সদস্য ছিল বলে জানা যায়। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।,