হবিগঞ্জের বানিয়াচংয়ে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বানিয়াচং সদরের তাতারি মহল্লার আক্কেল আলীর ছেলে মোহাম্মদ হুসাইন (১২), জাতুকর্ণ পাড়ার আব্দুর রহমানের মেয়ে ঝুমা (১২) ও পুকড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের সামছু মিয়ার ছেলে আলমগীর মিয়া।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার জানান, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে তিনটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনজনের প্রাণহানি ঘটেছে।
নিহতদের মধ্যে হুসাইন আলী হাওরে ঘাস ও আলমগীর মিয়া ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন। এছাড়া ঝুমা বেগম বাড়ির গাছ থেকে পেঁপে পাড়তে গিয়ে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পিআইও জানান, তাদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার হবে। বরাদ্দ হলেই আর্থিক সহায়তাগুলো তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।