এস.এম. সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জাতীয় শনিবার বেলা ১১টায় হত দরিদ্রদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ ও কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়। বক্তৃতা করেন স্বাস্থ্য পরিদর্শক মো. হেমায়েত হোসেন, ইপিআই ট্যাকনিক্যাল দিপক কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিএইচ সিপি সভাপতি মো. সাইফুল ইসলাম।