বরিশালের বাকেরগঞ্জে মিনিবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাচ্ছিল মিনিবাসটি। অটোরিকশায় চালকসহ সাতজন ছিলেন। এর মধ্যে নারীসহ চারজন নিহত হন। আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।