আগামী রোববার (২০ নভেম্বর) ৮০তম জন্মদিন পালন করবেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্মদিনে শুভেচ্ছা জানাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুতিন ২০ নভেম্বর বাইডেনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাবেন কিনা জানতে চাইলে বুধবার দিমিত্রি পেসকোভ বলেন, ‘যদি আমি ভুল না হয়ে থাকি তবে এমন কোনও পরিকল্পনা নেই।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বাইডেন। ২০ নভেম্বর তিনি ৮০ বছরে পা দেবেন।
এর আগে গত ৭ অক্টোবর যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জন্মদিন পালন করছিলেন তখন তাকে শুভেচ্ছা জানাননি বাইডেন।
ইউক্রেনের বিরুদ্ধে ‘প্রক্সি যুদ্ধ’ চালানোর জন্য ওয়াশিংটনকে দোষারোপ করে মস্কো। স্নায়ুযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
তবে পেসকভ মঙ্গলবার পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ নিয়ে বাইডেনের ‘সংযত এবং পেশাদার প্রতিক্রিয়া’র প্রশংসা করেন।
যদিও কিয়েভ এবং ওয়ারশ এর কিছু কর্মকর্তা কথিত হামলা নিয়ে মস্কোকে দোষারোপ করতে তাড়াহুড়ো করেছিলেন। সেসময় প্রেসিডেন্ট বাইডেন বলেন যে, ক্ষেপণাস্ত্রের গতিপথ দেখে মনে হচ্ছে যে এটি রাশিয়া থেকে ছোড়া হয়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে কোনও হামলা চালানোর কথা অস্বীকার করে। তারা জোর দিয়ে বলেছিল যে, প্রশ্নবিদ্ধ ক্ষেপণাস্ত্রটি কিয়েভের বাহিনী নিক্ষেপ করেছিল।
পরে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ঘোষণা করেন যে, এটি একটি ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। অস্ত্রটি রাশিয়া ছুড়েছে এমন কোনও প্রমাণ নেই। সূত্র: আরটি