নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজ বিমান বাংলাদেশ উন্নয়ন হয়েছে, সৈয়দপুর থেকে কক্সবাজারে সরাসরি প্লেন চলাচল করছে। নৌপরিবহনের উন্নতি হয়েছে। খাদ্য, শিক্ষা,বস্ত্র,বাসস্থানের উন্নতি হয়েছে।
দিনাজপুরের বোচাগঞ্জের উপজেলা পরিষদে শনিবার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ শুধু একটি স্লোগান নয়, স্মার্ট জনগোষ্ঠী হিসেবে আমরা তৈরি করতে চাই। আমরা বাংলাদেশ নারীদের ঘরের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসার পর তিনি প্রথম উপজেলায় নারী এমপি, নারী ডিসি, ইউএনও, সংসদে নারী স্পিকার করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২০-২০২৩ অর্থ বছরে নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, ছাত্রীদের মাঝে সাইকেল, মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আইজিএ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওয়তাধীন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।