স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ। আজ তা বাস্তবায়ন হয়েছে। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, এটাও পূরণ হবে ইনশাআল্লাহ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষকেও স্মার্ট হতে হবে।
আজ কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়ার দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বন্দুকের নলে রাষ্ট্রক্ষমতায় আসেনি। জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। সুতরাং কেউ চেষ্টা করলেও আওয়ামী লীগকে ফেলে দিতে পারবে না। আওয়ামী লীগের সঙ্গে দেশের জনগণের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণে কোনো ষড়যন্ত্র-চক্রান্ত দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।
তিনি আরো বলেন, আমরা এ দেশ থেকে জঙ্গিবাদ দমন করেছি, জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ করেছি। এখন আর জনগণ জ্বালাও-পোড়াও রাজনীতি সমর্থন করে না। দেশের মানুষ চায় উন্নয়ন, তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, এই গতি অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা-৫ আসনের এমপি আবুল হাসেম খান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, মো. আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. আব্দুল মান্নান, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়ার ইউএনও সোহেল রানা, বুড়িচংয়ের ইউএনও সাহিদা আক্তার,বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন প্রমুখ।