চট্টগ্রামের বাঁশখালী থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার হলেন- মো. মহিউদ্দিন (১৯) ও মো. মিরাজ উদ্দিন (২৮)।
আজ র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার শিবদাম মার্কেট এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, তিনটি ওয়ানশ্যুটার গান এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতাররা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা জানায়, এ অস্ত্রগুলো মূলত মাদকদ্রব্য কেনাবেচার সময় বেকআপ হিসেবে ব্যবহার করতো। এছাড়া প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো ও ফাঁসানোর কাজে ব্যবহার করতো।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুই আসামীকে বাঁশখালী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।