মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী যুবলীগ।
আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ভবন প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতারা। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করার পরে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৩২।